প্রকাশ্য রাস্তায় এক নাবালিকাকে ভোজালি দিয়ে কোপানোর দৃশ্য ভাইরাল
HnExpress ওয়েবডেক্স নিউজ : ১৬ বছরের এক নাবালিকার চুলের মুঠি ধরে রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়ার সময় ভোজালি দিয়ে কোপানোর ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের রাইপুরে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই নৃশংস ঘটনার ভিডিওটি।
এই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক হাত দিয়ে নাবালিকার চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তাঁর অন্য হাতে রয়েছে ধারালো ছুরি বা ভোজালি, যা দিয়ে মেয়েটিকে বারংবার আঘাত করে চলেছে। ওই ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই তৎপর হয় পুলিশ। ওমকার তিওয়ারি ওরফে মনোজ নামে ৪৭ বছর বয়সের ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রের খবর।
জানা গেছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই নাবালিকার উপর অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। ওই নাবালিকাকে একাধিক বার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, মনোজের দোকানেই কাজ করত নাবালিকাটি। সম্প্রতি সেই কাজ ছেড়েও দেয় নাবালিকা। কার্যত নাবালিকাকে বিয়ের প্রস্তাব দেন ওই বয়স্ক ব্যক্তি। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন নাবালিকার মা। আর এর জেরেই নাবালিকার উপর রেগে গিয়েছিলেন ওই ব্যক্তি। সে কারণেই নাবালিকাকে কোপানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।