এবারে পাঞ্জাবের গোয়েন্দা সদর দপ্তরে জঙ্গি হামলায় নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে—

0


HnExpress ব্যুরো রিপোর্ট, পাঞ্জাব ঃ দিল্লির পর এবার পাঞ্জাবের মসনদে বসেছেন আপ সরকার। সম্প্রতি আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কেজরীবালের বিশেষ আস্থাভাজন ভগবন্ত সিং মান। আর ক্ষমতায় আসার ঠিক পরেই বড়সড় জঙ্গি হামলার মুখে পড়ল রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দফতর।

সোমবার আন্দাজ সন্ধে সাতটা চল্লিশ নাগাদ মোহালির সেক্টর ৭৭-এর গোয়েন্দা সদর দফতরকে নিশানা করে রকেট প্রপেলড গ্রেনেড বা আরপিজি হামলা চালানো হয় বলে জানা গেছে। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, ২জন সন্দেহভাজন ব্যক্তি গাড়ি করে এসে গোয়েন্দা সদর দফতরের ৮০ মিটার দূর থেকে আরপিজি নিক্ষেপ করে পিট্টান দেয় দুষ্কৃতিরা।



এই ঘটনার পর কড়া নিরাপত্তার চাদরে মোড়া গোয়েন্দা সদর দফতরের নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মুখে। তবে সৌভাগ্যক্রমে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

কারণ গোয়েন্দা দফতর নিশানা করে চালানো আরপিজি তৃতীয় তলে সজোরে আঘাত হানলেও তাতে কোনও বিস্ফোরণ হয়নি বলেই সুত্রের খবরে জানা গিয়েছে। গ্রেনেড ধাক্কায় কাচের দরজা ভেঙে চুরমার হয়ে গেলেও এখনও অব্দি হতাহতের কোনও খবর মেলেনি।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply