ফাইনালে হেরে গেলো বাংলার জুনিয়র জাতীয় মহিলা ফুটবল দল
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ বাংলার জুনিয়র জাতীয় মহিলা ফুটবল দল ফাইনালে গিয়েও বড়সড় ব্যবধানে গো-হারান হেরে গেলো ঝাড়খণ্ডের কাছে। বুধবার ফাইনাল খেলায় বাংলার মহিলা ফুটবলাররা ঝাড়খণ্ডের বিরুদ্ধে দারুন ভাবে লড়াই করে খেতাব জিতে ফিরবে, এমনটাই আশা করেছিলেন সবাই। কিন্তু মাঠে তার লেশমাত্র চোখে পড়েনি।
এদিন বাংলার মেয়েরা শুরু থেকেই হালকা চালে খেলবার চেষ্টা করে। বরং বিপক্ষ দলের মেয়েরা যথেষ্ট চাপ সৃষ্টি করে বাংলাকে চিন্তায় রাখে। সাব জুনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলার মেয়েরা ফাইনালে পৌঁছায়। গত সোমবার পাঞ্জাবের অমৃতসরের সেমিফাইনালে মিনতি রায়ের প্রশিক্ষাধীন বাংলা টিম ৬-১ গোলে মিজোরামকে হারিয়েও দেয়।
বাংলার পক্ষ থেকে গোলগুলি করেন থান্ডামনি বাস্কে, মধুমিতা রায়, অন্তরা দলুই, ঐশিকা পাল ও অনুশ্রী মাহাত। কিন্তু বুধবার ফাইনালে গিয়ে বাংলা মুখোমুখি হয় ঝাড়খণ্ডের সাথে। শেষ পর্যন্ত ঝাড়খণ্ড ৭-১ গোলে বাংলাকে হারিয়ে সেরা খেতাব জিতে নেয়। আর গো-হারান হেরে বাংলার মেয়েরা কান্নায় ভেঙে পড়ে।