পদ্মশ্রী খ্যাত শৈলেন মান্নার শতবর্ষ স্মরণে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন
HnExpress শিখা দেব, কলকাতা ঃ শৈলেন মান্না বলতেই ভারতীয় ফুটবল বোঝায়, আর ফুটবলের মাইলস্টোন বলতেই শৈলেন মান্না। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় ফুটবলে তাঁর অবদান নিয়ে কোনও কথা হবে না। খেলার মাঠে খালি পায়ে বিদেশি ফুটবলারদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন তিনি। তখন কেউ ভাবতেই পারেনি যে একদম খালি পায়ে খেলছেন তিনি।
তাই শোনা যায়, অনেকেই শৈলেন মান্নার পা টিপে পরীক্ষা করতেন তা লোহা দিয়ে তৈরি কিনা? মোহনবাগান বলতেও স্মরণে আসেন শৈলেন মান্নার কথা। ভারতীয় ফুটবলের সেই কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী খ্যাত শৈলেন মান্নার স্মরণে শনিবার ক্যালকাটা রেফারি তাঁবুতে শতবর্ষ উদযাপন করা হয় কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
শৈলেন মান্নার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক দেবাশিস কুমার, তাঁর কন্যা নীলাঞ্জনা মান্না, প্রাক্তন ফুটবলার রহিম নবি, দুলাল বিশ্বাস, অলোক দাস সহ আরও অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপন (বাবুন) ব্যানার্জি। এদিন একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেন প্রাক্তন ফুটবলার এবং সমস্ত কাউন্সিলররা। সন্ধ্যায় আতস বাজি প্রদর্শিত হয়। যার জৌলুশ স্বভাবতই সবার মন কেড়ে নেয়।