মকরসংক্রান্তি উপলক্ষে একশজন আদিবাসী মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলো শালবনী ৩নং অঞ্চল তৃনমুল কংগ্রেস
HnExpress ১৫ই জানুয়ারি, তন্ময় সিংহ, শালবনী ঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা ব্যানার্জীর মানবসেবার আদর্শকে পাথেয় করে মকরসংক্রান্তি উপলক্ষে রাধামোহনপুর এলাকার আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একশজন আদিবাসী মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন শালবনী ৩নং অঞ্চল তৃনমুল কংগ্রেস। অঞ্চল সভাপতি অসিত ঘোষ এবং জেলা যুব তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহের বুথের আদিবাসী মানুষদের হাতে আজ একশতটি কম্বল বিতরণ করা হলো।
বিদ্যালয় অঞ্চলের যুব নেতৃত্ব অতনু সিংহ, সঞ্জয় বিষই প্রমুখেরা উপস্থিত ছিলেন এই শীতবস্ত্র বিতরণে। অলচিকি ভাষায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্শ্বশিক্ষক নির্মল মান্ডি। এদিন অসিত ঘোষ ও সন্দীপ সিংহ জানান আগামীদিনে আরও মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার জন্য ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ বদ্ধপরিকর।