খুন, যখম, সন্ত্রাস সহ অগ্নীকান্ড দিয়ে শুরু হলো রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গ : শনিবার সকালে সর্বত্র অশান্তি ও সন্ত্রাসের মধ্যে দিয়েই শুরু হল রাজ্যের একদফার পঞ্চায়েত ভোট (Panchayat Election) গ্রহণ। উত্তরবঙ্গের কোচবিহারর (Cooch Behar, South Bengal) বুথেও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। রাজ্য জুড়ে খুন, যখম, মারামারি সহ অগ্নীকান্ড দিয়ে শুরু হলো রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Tri-tier Panchayat Elections of the State)।

কোচবিহারের সিতাই বিধানসভার (Sitai Legislative Assembly of Cooch Behar) এক নম্বর ব্লকের ৬/১৩০ বড়ভিট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে গতকাল রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে। বুথের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠে এসেছে। অভিযোগ, ভাঙচুর করা হয় ভোটগ্রহণ কেন্দ্র (Polling Station)। ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ব্যালট পেপারে (Ballot Papers)।

অন্যদিকে, মুর্শিদাবাদের রানীনগরে (Raninagar, Murshidabad) সিপিএম এবং তৃণমূলের কর্মীদের মধ্যে বাঁধে সংঘর্ষ। জখম হয়েছেন কমপক্ষে ২৪ জন। কোচবিহারের দিনহাটার (Dinhata Kuchhbihar) ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও গুলিতে জখম হয়েছেন বাম-কংগ্রেসের জোটপ্রার্থীর এক সমর্থক। তুফানগঞ্জে (tufanganj) এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠে এসেছে।

গত কয়েক দিন ধরেই রাজ্যের সমস্ত হিংসাত্বক এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (State Governor CV Anando Bose)। শনিবার উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলার ভোটগ্রহণ এলাকা দেখতে যাবেন রাজ্যপাল (Governor)। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুলডাঙা অঞ্চলের ১৭১ এবং ১৭২ বুথে সিপিএম এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। রাজ্যের কোথাও শান্তিপূর্ণ ভাবে ভোটের খবর নেই, খুন-জখম আগুন জ্বলছে সর্বত্রই।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply