দেশের শীর্ষ আদালতে গিয়েও শেষমেষ মিললো না রক্ষা কবচ, অভিষেকের আর্জি নাকচ

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতার উচ্চ আদালতের (Kolkata High Court) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের (Supreme Court) দারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee, MP)। কিন্তু  সেখানেও তাঁর আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)।

রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নিয়ে কলকাতার উচ্চ আদালত (Kolkata High Court) যে রায় দিয়েছিল, সেখানে হস্তক্ষেপ করতে চাইল না শীর্ষ আদালত (Supreme Court)। ফলে কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED, CBI) অভিষেককে জেরা অর্থাৎ তদন্তের স্বার্থে সবরকম জিজ্ঞাসাবাদ করতে পারবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে দেশের শীর্ষ আদালতের (Supreme Court) পর্যবেক্ষণ মানেই হলো, “কলকাতার উচ্চ আদালতের (Kolkata High Court) দেওয়া রায়ের উপর হস্তক্ষেপ করার অর্থ তদন্ত বন্ধ করে দেওয়া। যা কখনই উচিত নয় বলে মনে করেন শীর্ষ আদালত (Supreme Court)।”

তবে, অভিষেক এবং কুন্তলকে আদালতের মূল্যবান সময় নষ্টের জন্য যে পঁচিশ লক্ষ টাকার জরিমানা করেছিল আদালত, তা সম্পূর্ণ বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) গিয়েও শেষমেষ মিললো না রক্ষা কবচ। ফলে স্বস্তি পেলেন না সাংসদ।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply