কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই শুরু হলো পঞ্চায়েতের পুন:নির্বাচন প্রক্রিয়া
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গত ৮ই জুলাই রাজ্যের একদফার ত্রিস্তরীয় নির্বাচন স্বচ্চতার সাথে না হওয়ায় ফের নির্বাচনার নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টি জেলার ৬৯৬টি বুথে শুরু হয় পুন:নির্বাচন (Re-election)। কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) নজরদারি ও তত্ত্বাবধানেই নির্ধারিত সময়ের অনুসারে শুরু হলো ফের পঞ্চায়েত নির্বাচন।
সবচেয়ে বেশি পুন:নির্বাচন (Re-election) হচ্ছে রাজ্যের মুর্শিদাবাদ জেলায়। সেখানে প্রায় ১৭৫টি বুথে পুনরায় ভোট শুরু হয়েছে, এরপরেই মালদহের ১০৯টি বুথ, আর তারপর নদিয়ার ৮৯টি বুথ সহ কোচবিহারের ৫৩টি বুথ, উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, উত্তর দিনাজপুরের ৪২টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে চলছে নতুন করে ভোটপর্ব।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের ৩১টি বুথ, হুগলির ২৯টি বুথ, দক্ষিণ দিনাজপুরের ১৮টি বুথ, জলপাইগুড়ি এবং বীরভূমের ১৪টি করে বুথ, পশ্চিম মেদিনীপুরের ১০টি বুথ, হাওড়া এবং বাঁকুড়ার ৮টি করে বুথ, পশ্চিম বর্ধমানের ৬টি বুথ,
পুরুলিয়ার ৪টি বুথ, পূর্ব বর্ধমানের ৩টি বুথ এবং আলিপুরদুয়ারের ১টি বুথে সোমবার দিনভোর ধরে চলছে পুর্নির্বাচন। শুধুমাত্র ঝাড়গ্রাম, দার্জিলিং এবং কালিম্পংয়ে পুর্নির্বাচনের (Re-election) প্রয়োজন পড়েনি আর।