September 10, 2024

শুভেন্দুর জেলায় কে জিতবে, বিজেপি না তৃণমূল? কি বলছে বুথ ফেরত সমীক্ষা!

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : বুথ ফেরত সমীক্ষা এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের (East Medinipur District Council) ৭০টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস (TMC) পেতে পারে ৩৫টি থেকে ৪৫টি আসন। আর বিজেপি (BJP) পেতে পারে ২৬টি থেকে ৩২টি আসন। আর বাম (CPIM) ও কংগ্রেসের (Congress) কোঁচরে হতে পারে ২টি আসন।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই শেষ হাসি হাসার সম্ভাবনা বিরোধীদের কারোর (Opposition Party) মধ্যেই নেই। তবে উত্তরবঙ্গে ২টি জেলা পরিষদ (South Bengal Districts Council) ছিনিয়ে নিতে পারে বিজেপি (BJP)।

দক্ষিণবঙ্গে শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে যেমন তৃণমূলই (TMC) শেষ হাসি হাসবে বলে আভাস মিলেছে, সংযুক্ত মেদিনীপুরের আরও দুই জেলা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও এবার তৃণমূলের (TMC) জয়ের সম্ভাবনাই বেশি ২৩ এর পঞ্চায়েত নির্বাচনে

বুথ ফেরত সুত্র অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের ৬০টি আসনের মধ্যে ৩১টি থেকে ৪১টি পেতে পারে তৃণমূল (TMC)। বিজেপি (BJP) পেতে পারে ১৯টি থেকে ২৫টি আসন। বাম-কংগ্রেস (CPIM-Congress) ৪টি। তেমনই ঝাড়গ্রামের জেলা পরিষদের আসন ১৯টির মধ্যে তৃণমূল কংগ্রেস (TMC) পেতে পারে ১৩টি থেকে ১৭টি।

আর বিজেপি (BJP) পেতে পারে ২ থেকে ৬টি, এবং বাম-কংগ্রেস পেতে পারে (CPIM-Congress) ১টি আসন। দক্ষিণ দিনাজপুরে ২১টি আসনের মধ্যে তৃণমূল (TMC) পেতে পারে ১১টি থেকে ১৫টি আসন। বিজেপি (BJP) পাবে ৬টি থেকে ১০টি, আর বাম-কংগ্রেস (CPIM-Congress) পাবে মাত্র ১টি।

Advertisements

Leave a Reply