মামলার রায়ের উপর নির্ভর পঞ্চায়েত জয়ী প্রার্থীদের আসন্ন ভবিষ্যত, এমনই বার্তা দিলেন প্রধান বিচারপতি
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : হিংসাত্মক যুদ্ধকালীন ভোটের মামলায় ১১ই জুলাই বুধবার রাজ্য নির্বাচন কমিশনকে (State Election commissioned) কড়া বার্তা দিলেন কলকাতা উচ্চ আদালতের (Kolkata High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (Chief Justice T S Shivgyanam)।
কেন এখনও রাজ্য জুড়ে চলছে এমন হিংসাত্মক আক্রমণ? কেন সাধারণ মানুষের উপর অবিচারে চলছে জোর-জুলুম, অত্যাচার? এদিন এজলাসে এমনই সব প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি (Chief Justice)। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমানে ভোট পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ভোট মামলার ভবিষ্যতের ওপরেই নির্ভর করছে ২০২৩ এর পঞ্চায়েত ভোটে জয়ী হওয়া প্রার্থীদের আসন্ন ভবিষ্যৎ।
নির্বাচন ও গণনার ভবিষ্যতও ঠিক হবে এই ভোট মামলার উপর ভিত্তি করেই। সুত্রের খবর, নির্বাচন কমিশনকে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে আদালত তরফে। বুধবার আদালতে উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনের (Election Commission) কোনও আধিকারিকই। তাই কমিশনের উত্তর যথেষ্ট নয় বলেই মনে করছেন প্রধান বিচারপতি (Chief Justice)।
উচ্চ আদালতের (High Court) নির্দেশ, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) তরফ থেকে সম্পূর্ন অসহযোগিতা নিয়ে এটা অভিযোগ উঠেছে, তা আদালত বিশেষভাবে খতিয়ে দেখবে। কমিশনকে পুন:র্নিবাচন (Re-election) নিয়ে আবার বিবেচনা করতে হবে।
যে বুথগুলির কথা ভোট মামলায় তোলা হয়েছে সেগুলির সরজমিনে তদন্ত করে খতিয়ে দেখতে হবে। রাজ্য জুড়ে যে ধরনের ও যে মাত্রায় হিংসাত্মক ঘটনা ঘটেছে তার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনকেই (State Election Commission) নিতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি। আগামী ২০শে জুলাই এই মামলার রায়ের পরবর্তী শুনানির তারিখ।