December 11, 2024

প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, পায়ে ও কোমরে আঘাত

0
Image Editor Output Image288520476 1688063789361
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মাঝ আকাশে দুর্যোগপূর্ন আবহাওয়ার কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার। হেলিকপ্টার থেকে নামতে গিয়েও পায়ে দারুন চোট পেয়েছেন তিনি। ফলে অসুস্থ হয়ে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী (chief minister of Bengal) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার জেরে সেবক এয়ারবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারকে জরুরীকালীন অবতরণ করতে হয়।

হেলিকপ্টার থেকে নামতে গিয়ে তিনি পায়েও চোট পান বলে সূত্রের খবর। এরপর তিনি বেশ কিছুক্ষণ সেই এয়ারবেসেই বসে ছিলেন। আর এয়ারবেস থেকেই বার্তা ছড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী (chief minister of Bengal)। তাঁর চারপাশটা ঘিরে রেখেছিল সেনা আধিকারিকরা। তারই মাঝে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Trinomul supreme Mamta Banerjee)।



তিনি এদিন যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে বলেন, “আমি শৈশবে আর্মি ম্যান হতে চাইতাম। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি বড় হয়ে অবশ্যই সেনাতে যোগ দেব। কিন্তু সেই সময় আমি সে সুযোগ পাইনি। কিন্তু এবার আপনাদের সঙ্গে অন্তত দেখা হওয়ার সুযোগ মিলল। আমি আনন্দিত, এরপরই জয়হিন্দ ধ্বনি দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।”

এদিন জলপাইগুড়ির (Jalpaiguri) ক্রান্তি থেকে হেলিকপ্টারে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা ছিল, হেলিকপ্টারে করেই বাগডোগরা (Bagdogra) আসবেন তিনি। তারপর সেখান থেকে বিমানে কলকাতা (Kolkata) ফিরবেন। কিন্তু মাঝ আকাশেই বাদ সাধল দুর্যোগ। হেলিকপ্টার যখন বৈকুণ্ঠপুর জঙ্গলের উপর উড়ছে ঠিক তখনই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার।



দুর্যোগের মুখে পড়ায় হেলিকপ্টারটি অন্যদিকে ঘুরিয়ে দিতে বাধ্য হয় পাইলট। এরপর সেবক এয়ারবেসে সেটিকে জরুরী অবতরণ করানো হয়। তবে সেবক এয়ারবেসে হেলিকপ্টার অবতরণের মতো যথেষ্ট পরিকাঠামো রয়েছে। সেখানে অবতরণ করতে সেভাবে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তাও কপ্টার থেকে নামার সময় মুখ্যমন্ত্রীর (Chief Minister) পায়ে ও কোমরে চোট লাগে।

Advertisements

Leave a Reply