অ্যাল নিনোর (El Nino) প্রভাবে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই আবারও শুরু হবে “গরমের খেলা”

0

HnExpress ওয়েদার রিপোর্ট : বিলম্ব করে হলেও চলতি বছর দেশে প্রবেশ করে গিয়েছে বর্ষা। দেশের বেশির ভাগ জায়গায় পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু। এবছর স্বাভাবিক বর্ষা হবে বলেই জানিয়েছিল মৌসম ভবন (Seasonal Office)। কিন্তু, নতুন করে ভারতীয় আবহাওয়াতে ‘অ্যাল নিনো’-র প্রভাব কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলছে আবহাওয়াবিদদের কপালে। ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস হলো বর্ষাকাল।

US এর ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এর (National Oceanic and Atmospheric Administration) গবেষকদের একাংশের দাবি, মানুষ যা আশা করছে তার থেকেও অনেক বেশি শক্তিশালী হতে পারে অ্যাল নিনো। আসলে এই অ্যাল নিনোটা কি? ২০১৫ সালে প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া গিয়েছিল অ্যাল নিনোর প্রভাব।

২০২৩ সালে ফের একবার তা ফিরে এসেছে বলে দাবি করছে গবেষক মহলের একাংশ। আসলে অ্যাল নিনো হলো একটি উষ্ণ সামুদ্রিক স্রোত, যাঁর প্রভাব পড়ে পৃথিবীর একাধিক দেশের আবহাওয়ার উপর। চলতি বছর বর্ষার উপর প্রভাব বিস্তার করতে পারে এই অ্যাল নিনো। স্কাইমেটের (Skymet) তরফে মহেশ পালাওয়াট বলেন, “জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই অ্যাল নিনোর প্রভাব বোঝা যাবে।

তবে খুশির খবর এই যে, খরার মতো পরিস্থিতি নাও তৈরি হতে পারে বলে মনে করছেন গবেষকদের একাংশ। তবে এবছর পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হতে পারে। গবেষকদের মতে এবছরের বর্ষাকালের শেষ পর্যন্ত অ্যাল নিনোর প্রভাব বিদ্যমান থাকবে। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা ঋতু।

উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর জেরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এক নাগাড়ে চলছে বৃষ্টিপাত। জুন মাসে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। বর্তমানে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। আবার কিছু জেলায় হচ্ছে হালকা বৃষ্টিপাত। আগামীকাল শুক্রবার থেকে বদলাতে পারে সেই আবহাওয়া বলে জানা গিয়েছে। মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, এই বছর স্বাভাবিক হতে চলেছে বর্ষা।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply