রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন বন্ধের আর্জি জানিয়ে মামলা দায়ের করলেন আইনজীবী

0

HnExpress ২৬ জুলাই, নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আগামী মাসে ৮ তারিখ রাজ্যে একদফার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Tri-tier Panchayat Elections)। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা ও স্কুটিনির কাজ সম্পন্ন হয়েছে গিয়েছে। জোর কদমে চলছে ভোটের প্রচারপর্ব। এরই পাশাপাশি কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশানুরে অবশেষে রাজ্যের  মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা (Central Forces)।

তার মধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Tri-tier Panchayat Elections) বন্ধের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করা হল। আর শুধু পঞ্চায়েত নির্বাচন বন্ধই নয়, পাশাপাশি  রাজ্যের ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরিকালীন অবস্থা (State Of Emergency) জারির আবেদন জানিয়েছেন কলকাতারই এক নামী আইনজীবী। আগামী শুক্রবার এ-ই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে সুত্রের খবর।

মনোনয়নপত্র (Nomination Paper) জমা দেওয়ার কাজ শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। আর ইতিমধ্যেই নির্বাচনকে (Election) কেন্দ্র করে হিংসাত্মক ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন, গুরুতর আহত হয়েছেন একাধিক। এমনকি প্রার্থীদেরকে অপহরণ করে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে ভোট বন্ধের দাবি উঠেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে একাধিক জায়গায়।

এবার যেন সেই আগুনে ঘৃতাহুতির কাজ করলো আইনজীবীর দায়ের করা মামলা। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) কাছে আইনজীবীর আর্জি, অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) বন্ধ করা হোক। শুধু তাই নয়, এরই পাশাপাশি রাজ্যে যেন এখনই জরুরিকালীন অবস্থাও (State Of Emergency) জারি করা হয়। সোমবার এই বিষয়গুলি নিয়েই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে মামলা দায়েরের অনুমতি চেয়ে আর্জি জানিয়ে ছিলেন আইনজীবী।

আজ সেই আর্জিতে সাড়া দেয় উচ্চ আদালত (High Court)। অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench of the Chief Justice)। যার হবে শুনানি আগামী শুক্রবার। এখন দেখার বিষয় এটাই যে, বিচারপতির বিচারে বাংলায় নির্বাচন বন্ধ হয়, নাকি সুষ্ঠভাবে তা সম্পন্ন হয় কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) তত্বাবধানে!

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply