বাংলায় দেখানো যাবে ‘দ্য কেরলা স্টোরি’, রায় সুপ্রিম কোর্টের

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা :দ্য কেরালা স্টোরি’ আবার পশ্চিমবঙ্গের সিনেমা হলেও দেখানো যাবে। রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। ফলে শীর্ষ আদালতে ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’ বাংলার কোনও সিনেমা হলে প্রদর্শিত হবে না, এমনই নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

এই ছবিকে কেন্দ্র করে কোনও রকম ধর্মীয় অশান্তি যাতে না হয়, তাই এমন নির্দেশ বলে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। গত ৮ই মে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপর থেকেই মমতার এই সিদ্ধান্ত নিয়ে বিস্তর চর্চা শুরু হয়। তাঁর নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দেশের সব রাজ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শিত হচ্ছে।



আর কোথাও তেমন কোনও অশান্তির খবর প্রকাশ্যে আসেনি এখনও অব্দি। বাংলাতেও যে তিন দিন ছবিটি চলেছে, তাতেও তেমন কোনও অশান্তির নজির নেই। তাই রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টে ‘দ্য কেরালা স্টোরি’র নিষেধাজ্ঞা নিয়ে সমালোচিত হয়েছে বাংলার সরকার।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্তের কোনও যৌক্তিক কারণ নেই। প্রধান বিচারপতি জানান, নির্দিষ্ট করে বাংলার কোথাও এই ছবিকে ঘিরে অশান্তি হলে সেখানে ছবিটি নিষিদ্ধ করা যেত। কিন্তু কোনও অশান্তি ছাড়াই গোটা রাজ্যে ছবি নিষিদ্ধ করার যৌক্তিকতা খুঁজে পায়নি আদালত।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply