ওড়িশা থেকে গ্রেফতার হলো এগরা বিস্ফোরণ কান্ডে জড়িত ভানু বাগ সহ তার ছেলে
HnExpress নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : এগড়ায় ভয়াবহ বিস্ফোরণের প্রায় ৪৮ ঘন্টা পর ওড়িশা থেকে গ্রেফতার হলো ভানু বাগ সহ তার ছেলেও। ওড়িশা এবং তার সংলগ্ন এলাকায় হাসপাতাল থেকে শুরু করে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র সর্বত্র তল্লাশি চালাতে থাকে পুলিশ। আহত অবস্থায় কাউকে দেখা গিয়েছে কিনা তা নিয়েও জিজ্ঞাসাবাদ শুরু হয়। ভানুর ছবিও দেখানো হয় জনে জনে।
পুলিশ সুত্রে খবর, রীতিমতো পেশাদারি কায়দায় সপরিবারে গা–ঢাকা দিয়েছিল ভানু বাগ। এমনকী ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় বন্ধ করে দেয় মোবাইল ফোনটাও। এগরা বিস্ফোরণ কাণ্ডের দু’দিনের মধ্যেই তদন্তের কিনারা করল পুলিশ। অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুকে গ্রেফতার ওড়িশা থেকে করা হয়েছে। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে তার ছেলেকেও।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। বেআইনি ওই কারখানাটির মালিক ছিল কৃষ্ণপদ বাগ ওরফে ভানু। বিস্ফোরণের পরই এলাকা ছেড়ে চম্পট দেয় সে। রাজ্যের সীমানা পেরিয়ে তারা ওড়িশায় গা–ঢাকা দিয়েছিল। ১৮ই মে, বৃহস্পতিবার ওড়িশা থেকে গ্রেফতার করা হয় ভানু বাগ ও তার ছেলেকে। যদিও তাঁর স্ত্রীর বিষয়ে এখনও কোনও খবর পায়েনি পুলিশ।