তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গ : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (University of North Bengal) প্রাক্তন উপাচার্য (Ex Voice Chancellor) তথা তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রের (Omprakash Mishra) বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই বিষয় বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাত্র ৩ মাস মেয়াদকাল আগেই ওমপ্রকাশ মিশ্রকে (Omprakash Mishra) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (University of North Bengal) উপাচার্য (vice chancellor) পদে নিয়োগ করেছিল রাজ্য সরকার। কিন্তু তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ সহ একাধিক অভিযোগ উঠে এসেছে। এবার এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করার নির্দেশ দিলেন রাজ্যপাল (Governor)।

আর এই তদন্তের দায়ভার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের (University) বর্তমান উপাচার্যকে (Vice Chancellor)। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (University of North Bengal) তত্‍কালীন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (Vice Chancellor, Subiresh Bhattacharjee)।

তাঁর জায়গায় নিযুক্ত হন ওমপ্রকাশ মিশ্র (Omprakash Mishra)। মাত্র তিন মাস দায়িত্বে থাকার সময় ওমপ্রকাশের বিরুদ্ধেও উঠে অর্থ তছরুপের (Financial fraud) অভিযোগ। তারই ভিত্তিতে সরজমিনে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসb(CV Ananda Bose)।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply