December 11, 2024

সিঙ্গুরে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়

0
Locket
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, হুগলি : শুধু ভোট এলেই বিভিন্ন দলের নেতা, নেত্রী, সাংসদ, বিধায়কদের দেখা মেলে। এদিন সিঙ্গুরে (Singur) পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রচারে গিয়ে এমনই অভিযোগ সহ ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ তথা টলি-অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

সাধারণ মানুষের একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হয়ে অস্বস্তিতে পড়লেন হুগলির বিজেপি সাংসদ (BJP MP)। শুধু ভোট এলেই কেন দেখা মেলে সাংসদদের (MP)? অন্য সময় কেন এলাকায় আসেন না তাঁরা? কেন তাঁরা সারা বছর খোঁজ রাখেন তাঁদের এলাকার সাধারণ মানুষ কে কেমন আছেন?

কার কি প্রয়োজন, অভাব অনটনের কথা কেউ জানতে চায় না কেন? শুধু ভোট আসলেই প্রতিজ্ঞা আর নানা প্রতিশ্রুতির বণ্যা বয়ে যায়। এদিন পঞ্চায়েত স্তরে তাঁরা কোনরকম কোনও সুযোগ-সুবিধা পান না বলে সাংসদের (MP) কাছে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।

লকেট তার দায় রাজ্যের শাসকদলের উপর চাপাতেই পাল্টা ভিড় থেকে ধেয়ে এল প্রশ্ন— ‘‘তা হলে আপনারা আগে এসে কেন খোঁজ নেননি?’’ এমনই সব প্রশ্নের মুখোমুখি হলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(BJP MP Locate Chatterjee)। রবিবার বিজেপি প্রার্থীদের সমর্থনে সিঙ্গুরের (Singur) আথালিয়া (Atalia) গ্রামে ভোটপ্রচারে গিয়েছিলেন লকেট (Locket)।

এদিন গ্রামে অভিনেত্রী-সাংসদ (Actress-mp) আসার খবর ছড়াতেই ভিড় জমে যায় বিশাল। সেই ভিড় থেকেই কেউ কেউ অভিযোগ করেন, তাঁরা বার্ধক্য ভাতা পাননি। কেউ জানান, আবাস পাননি। জমতে শুরু হয় অভিযোগের পর অভিযোগের পাহাড়। লকেট সেখানে দাঁড়িয়ে পাল্টা দায়ী করেন শাসকদলকে (Ruling Party)।

কিন্তু ভিড় থেকে সাংসদের উদ্দেশে এক বৃদ্ধ প্রশ্ন ছুড়ে দেন, ‘‘এসব কথা ভোটের সময় এসে বললে তো হবে না। আগে থেকে এসে এসব খোঁজখবর নিয়ে দেখেছেন কি? শুধু ভোটের সময় এসে নিজের দায় দায়িত্ব এড়িয়ে অন্যের দোষ বলে চাপাতে চাইলে হয় না।’’,

জবাবে লকেট বলেনও, ‘‘রাজ্য জুড়ে এখন তৃণমূল সরকার (Trinamool Government) চলছে।’’ সাংসদকে বৃদ্ধ পাল্টা বলেন, ‘‘হাজার বার তৃণমূল সরকার (Trinamool Government) চালাক। কিন্তু বিজেপি (BJP), সিপিএমের (CPM) মতো বিরোধীদের তো এগুলো দেখার দরকার ছিল। শুধু ভোটের সময় খোঁজ নিয়ে কী হবে। আমরা কি কিছুই বুঝি না!’’

Advertisements

Leave a Reply