আকাশছোঁয়া দামের আগুনে পুড়ছে সবজির বাজার, তার হলকা এসে লাগলো রান্নার গ্যাসেও
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রাজ্যের বাজারে এখন শুধুই লঙ্কাকান্ড। তার মধ্যেই ফের বাড়ল রান্নার গ্যাসের (LPG Gas Cylinder) দামও। এক ধাক্কায় দাম বেড়েছে প্রায় ৭ টাকা। তবে ১৪ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের (Domestic Gas Cylinder) দাম বাড়েনি আপাতত। দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের।
যারা আঁচ একেবারে সরাসরি গৃহস্থের রান্না ঘরে না পড়লেও, আগত উৎসবের (Festival) মরশুমে যে এর বিশাল প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। গত এক মাস ধরে সবজির (Vegetables Market) বাজার পুড়ছে আকাশছোঁয়া দামের আগুনে। ৩০০ থেকে ৪০০ টাকা কেজি হয়ে গিয়েছে কাঁচালঙ্কার দর।
ধনেপাতা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে, বেগুন ১৬০ টাকা, টমেটো ১৫০ টাকা, উচ্ছে-করোলা ২০০ টাকা কেজি দরে বিকোচ্ছে। এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে দেশের সাধারন মানুষ (Common people of the Country)। মাছ-মাংসের দামও কিন্তু মূল্যবৃদ্ধির (Price Rise) এই ছোবল থেকে রেহাই পায়নি। এখন বাজারে চিকেন ২৫০ থেকে ৩০০ টাকা কেজি হয়েছে।
এমনই এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ (Country)। যার প্রভাবে সরষের তেলের দামও আবার চড়চড় করে বাড়তে শুরু করেছে। চলতি মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের (LPG Gas) দাম ১৭৭৩ থেকে বেড়ে ১৭৮০ টাকা হয়ে গেলো। এছাড়াও চাল, ডাল, তেল, চিনি, মাছ-মাংস-ডিম সহ প্রতিটি কৃষিজ পণ্যের (Agriculture Products) দাম দ্বিগুণ বেড়েছে।
কিছু আমদানিকৃত পণ্যের (Imported Products) দামও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে সাধারণ মানের যে চাল ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হতো, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫৫/৬০ টাকা কেজি দরে। মুগ ও মসুরের ডাল কেজি প্রতি ৪/৫ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।
গত জুন মাসেই কয়েক দফায় রান্নার গ্যাসের (LPG Gas) দাম বেড়েছে। এর আগে অবশ্য বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের ৮৩ টাকা দাম কমেওছিল। তারও আগে আবার মে মাসে ১৭২ টাকার মতো কমেছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Gas) দাম। কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয় নিয়ে এখনও নির্বিকার কেন্দ্র থেকে রাজ্য প্রসাশন।