November 5, 2024

তৃণমূল থেকে বহিস্কার করা হলো বিপ্লব সহদোর সহ রতন ঘোষকে

0
Advertisements

HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর ঃ তৃণমূল থেকে বহিস্কৃার করা হলো বিপ্লব মিত্রের দুই ভাই প্রশান্ত মিত্র ও চিরঞ্জিৎ মিত্র সহ বিপ্লব ঘনিষ্ট রতন ঘোষকেও। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের সুবর্ণতটে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষনা করলেন বর্তমান তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ। জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, জেলা তৃণমূল নেতা সোনা পাল, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বর্তমান সহকারী সভাধিপতি ললিতা টিগ্গা, বালুরঘাট টাউন সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা র সরকারি কৌঁসুলি সুভাষ চাকী সহ অন্যান্যরা।

এই সভা থেকে অর্পিতা ঘোষ সাংবাদিকদের জানান যে, বিভিন্ন তোলাবাজি, দুর্নীতি সহ দলবিরোধী কার্যকলাপের জন্য তাদের তৃণমূল কংগ্রেসের দল থেকে সম্পূর্ণভাবে বহিস্কার করা হলো। প্রশান্ত মিত্র বর্তমানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান, তাই তাকে বহিস্কারের সঙ্গে সঙ্গে তার বিরূদ্ধে অনাস্থার দাবিও আনতে চলেছে দল। পাশাপাশি অর্পিতা ঘোষ আরো জানান, দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের সংখ্যা গরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের রয়েছে তাই সভাধিপতি লিপিকা রায় বিজেপিতে যোগদান মানেই এই নয় যে এই বোর্ডটাও বিজেপি পেয়ে গেলো।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

তাই সভাধিপতি সহ অন্যান্য সদস্য যারা শেষমেশ পর্যন্ত বিজেপিতে থাকবে তাদের বিরুদ্ধে সদস্যপদ খারিরজের প্রস্তাব আনতে চলেছে সদ্য দ্বায়িত্ব পাওয়া জেলা পরিষদের দলনেতা প্রবীর রায়। তিনি আরো বললেন যে, তাদের হাতে বিজেপিতে যোগদানের ছবি সহ প্রমান হিসাবে তারা জেলা প্রশাসনের কাছে পাঠাবেন। সেই সব সদস্য যারা বিজেপিতে আছেন, তাদের সদস্যপদ খারিজের জন্য। তিনি বলেন এখনো দক্ষিন দিনাজপুর জেলা পরিষদে তৃণমূল সংখ্যা গরিষ্ঠ দল, যা সময় মতো প্রমান হবে, এইদিন যোগদান করা বেশ কিছু সদস্য আবার দলে ফিরে আসার কথাও বলেছে।

তাই দক্ষিন দিনাজপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস এর ক্ষমতাতেই থাকবে। অর্পিতা ঘোষ আরো জানান,দীর্ঘদিন যাবৎ দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোনো সভাপতি না থাকায় রাজ্যে মজিরুদ্দিন মিয়া ওরফে ধোলুর নাম পাঠানো হয়েছিল এবং তা অনুমোদন হয়ে আসায় আজ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতির দায়িত্বভার অর্পণ করা হলো মজির উদ্দিন মিয়া ওরফে ধলুকের এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বর্তমান দলনেতা হিসেবে দায়িত্বভার দেওয়া হলো বর্তমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ এবং প্রাক্তন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায়কে।

এখনোও পর্যন্ত বেশ কিছু নব্য বিজেপিতে যোগদানকারী জেলা পরিষদ সদস্য দলে ফেরার জন্য যোগাযোগ করছেন, তারা ফিরে আসবার পর যারা বিজেপিতে থাকবেন তাদের সদস্যপদ বাতিলের জন্য প্রশাসনিক কর্মকর্তা ব্যাক্তিদের সঙ্গে যোগাযোগ রাখবেন প্রবীর রায়। আর এরই প্রতিক্রিয়ার উত্তর দিতে গিয়ে সদ্য বিজেপিতে যোগদানকারীরা জানান, দুর্নীতি যদি হয়ে থাকতো তবে হঠাৎ আজ কেন এই গল্প শোনানো হচ্ছে, আজ বিজেপিতে তারা যোগদান করেছেন বলেই কি এই প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে? মূলত সম্প্রতি ১০ জন জেলা পরিষদের সদস্য বিজেপিতে যোগদান করলেও দু’এক দিনের মধ্যেই সেই সংখ্যা বেড়ে ১৪ তে পৌঁছবে বলেই সুত্রের খবর।

Advertisements

Leave a Reply