মুম্বাই-জয়পুর এক্সপ্রেসে শুটআউট, আরপিএফ জওয়ান সহ মৃত ৩
HnExpress নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র : একেবারে চলন্ত ট্রেনেই ঘটে গেলো শুটআউট। মৃত এক আরপিএফ জওয়ান সহ মোট ৪ জন। সোমবার সাতসকালেই মহারাষ্ট্রের পালঘরের কাছে মুম্বই-জয়পুর এক্সপ্রেসে (M𝚞𝚖𝚋𝚊𝚒-𝙹𝚊𝚒𝚙𝚞𝚛 𝚎𝚡𝚙𝚛𝚎𝚜𝚜) এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের সকল যাত্রীরা।
পশ্চিম রেল সূত্রে জানা গেছে, সোমবার ভোর পাঁচটা নাগাদ মুম্বইগামী জয়পুর এক্সপ্রেস পালঘর স্টেশন ছাড়ার পরই ঘটনাটি ঘটে। ট্রেনের প্রত্যক্ষদর্শীরা জানান যে, বি-৫ কামরায় আরপিএফ এর (𝚁𝙿𝙵) এক কনস্টেবল তাঁর কাছে থাকা বন্দুক নিয়ে হঠাৎই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে ছুড়তে শুরু করেন।
তৎক্ষণাৎ গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন সেখানে দাঁড়িয়ে থাকা চারজন নিরীহ ব্যক্তি। এরপর দহিসার (𝚍𝚊𝚑𝚒𝚜𝚊𝚛) স্টেশন ঢোকার সময় অভিযুক্ত ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলেও, অবশেষে ধরা পড়ে যায়। আগ্নেয়াস্ত্র-সহ তাকে আটক করা হয়। জানা গেছে, অভিযুক্তের নাম চেতন সিং।
এদিকে গুলিবিদ্ধ ৪ জনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও, তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। জানা গিয়েছে যে, মৃতদের মধ্যে ছিলেন আরপিএফেরই একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। বাকি তিনজন ছিলেন সাধারণ যাত্রী।
কিন্তু কী কারণে অভিযুক্ত আরপিএফ (RPF) কনস্টেবল চেতন সিং এমন প্রাণঘাতী হামলা চালালো? তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি সরজমিনে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে পশ্চিম রেল সুত্রে জানানো হয়েছে।