September 8, 2024

এক অজ্ঞাত পরিচয়ের পৌঢ়ের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে ঘিরে জোর চাঞ্চল্য, তদন্তে মালদা পুলিশ

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, মালদা ঃ এক অজ্ঞাত পরিচয়ের পৌঢ়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে জোর চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত কাজিগ্রাম অঞ্চলের নিত্যানন্দ পুর এলাকায়। স্থানিয় সুত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। তবে আজ ওই ব্যক্তিকে চারজন মিলে টটো করে নিয়ে আসা হয় নিত্যানন্দ পুর এলাকায়।

জীবিত ভঙ্গিতে গাছে হেলান দিয়ে বসিয়ে রাখা হয়। কিন্তু দীর্ঘক্ষণ পরে দেখা যায় যে, ওই ব্যক্তি মৃত অবস্থায় গাছের তলায় পড়ে রয়েছে। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।



ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ডেডবডি। ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। এদিকে, সমাজসেবী টিংকু ঘোষ জানান, আমি অনুমান করছি ওই ব্যক্তিকে কেউ বা কারা মেরে ফেলে তারপরে এইভাবে রেখে গিয়েছে। এই অপরিচিত ব্যক্তি যেই হোক না কেন এর সঠিক তদন্ত হওয়া উচিত।

Advertisements

Leave a Reply