মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে রহস্যজনক ভাবে প্রাণ গেল এক শিশুকন্যার, চাঞ্চল্য এলাকা জুড়ে
HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের দক্ষিণ ভাটরা এলাকার বানিয়াপাড়া গ্রামে একটি ডোবার জলে ডুবে মৃত্যু হয় তিন বছরের এক শিশু কন্যার। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ গিয়ে মৃত বাচ্চাটিকে উদ্ধার করে। পরে মৃতদেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে, দক্ষিণ ভাটরা গ্রামের বাসিন্দা দয়াল সিং, তাঁর স্ত্রী রিতা সিং এবং তিন বছরের শিশুকন্যা অঙ্কিতা সিংকে বাড়িতে রেখেই ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়েছেন।
কিন্তু এদিন সকাল ১০টা থেকে হঠাৎই অঙ্কিতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে গতকাল বিকাল তিন’টের দিকে নিখোঁজ হওয়া কন্যাসন্তানটিকে বাড়ির পাশেই একটি ডোবার জলে ভাসতে দেখে এলাকাবাসী। তৎক্ষণাৎ এলাকাবাসীরা উদ্ধার করলেও মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্যা তনুজা রায়।
তিনি একরাশ ক্ষোভ উগরে বলেন যে, এই শিশুর মৃত্যুর কারণ হচ্ছে মাটি মাফিয়াদের অবৈধভাবে যথেচ্ছ মাটি কাটার ফলাফল। কারণ এই মাটি মাফিয়ারা যেখানে-সেখানে পুকুর খনন এবং পুকুর ভরাটের নাম করে যেখানে সেখানে গর্ত খুঁড়ে রাখছে। তাতে বাধা দিলেও কর্ণপাত করছে না। তাই আমি এই এলাকার একজন পঞ্চায়েত সদস্যা হিসেবে এই মাটি মাফিয়াদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এবং পুরো ঘটনাটিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।