বিজেপিতে বড় ধরনের ভাঙন ধরালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন
HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ মালদার মোথাবাড়ির বিজেপিতে বড় ধরনের ভাঙন ধরালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে দল ছেড়ে একাধিক গ্রাম পঞ্চায়েতের সদস্যরা গোপনে তৃণমূলে যোগদান করেছে। তবে কেউই প্রকাশ্যে আসছে না। বুধবার রাতে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির ৫ জনের মধ্যে ৩ জন প্রায় ১০০০ বিজেপি কর্মীকে নিয়ে প্রকাশ্যে অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূলে যোগদান করে।
অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান ও তৃণমূলের ব্লক চেয়ারম্যান হাসিমুদ্দিন আহমেদ সহ একাধিক ব্লক তৃণমূল নেতা। হাড়িয়াগড় বুথের দলত্যাগী বাবু সরকার জানান, আমাদের ব্লকে বিজেপির কোনও কর্মসূচিই নেই। বিপদের সময় জেলা কমিটির কোনও সাহায্য পাইনি। তাই আমরা এই দল ত্যাগ করলাম।
বিজেপির প্রায় সকল সদস্যরাই বিজেপি দল ছাড়তে চলেছে বলে জানা গেছে। সাবিনা ইয়াসমিন জানান, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বেশিরভাগ সদস্যই ইতিমধ্যেই দল ছেড়ে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে পঞ্চায়েত পরিচালনা করেছেন। আর আগামী পঞ্চায়েত নির্বাচনে এই বিধানসভা থেকে পুরোপুরি বিজেপিকে মুছে দেব বলে দাবি করেন তিনি।