বিদায় পর্তুগাল, বিদায়
HnExpress শিখা দেব, ওয়েবডেক্স নিউজ ঃ বিদায় পর্তুগাল, বিদায়। এবারের মতো বিশ্বকাপ থেকে ছুটি নিতে হলো পর্তুগালকে। শেষ আটের ম্যাচে পর্তুগাল মুখোমুখি হয়েছিল মরক্কোর সঙ্গে। কিন্তু মরক্কোর দাপটের কাছে পর্তুগাল হারিয়ে গেলো। খেলার প্রথম পর্বে নেশিরি দুরন্ত হেডে গোল করেন।
মরক্কো এগিয়ে যাবার পরে তারা আর কোনও ঝুঁকি নিতে চায়নি। পর্তুগালের আক্রমণ কখনও ডানা বাঁধেনি। রোনাল্ড মাঠে নেমেও পর্তুগালকে খেলার মধ্যে টেনে আনতে পারেননি। প্রায় শেষ মুহূর্তে রোনান্ডো গোল করার মতো সুযোগ পান।
কিন্তু তাতেও চরম ব্যর্থ হোন। একেবারে শেষ সময়ে মরক্কোর এক ফুটবলার লাল কার্ড দেখেন। কাতার বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ, তা এদিন আবারও প্রমাণিত হলো।