দুরন্ত জয় তুলে নিল বাংলা
HnExpress শিখা দেব, কলকাতা ঃ রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম ম্যাচে বাংলা দুরন্ত জয় তুলে নিল উত্তরপ্রদেশের বিরুদ্ধে। শুক্রবার ইডেন উদ্যানে বাংলা ছয় উইকেটে উত্তরপ্রদেশকে পরাস্ত করে মনোজ ব্রিগেড। উত্তরপ্রদেশ প্রথম ইনিংসে ১৯০ ও দ্বিতীয় ইনিংসে ২২৭ রান করে।
তার জবাবে বাংলা প্রথম ইনিংসে ১৫৬ রান করে আর দ্বিতীয় ইনিংসে বাংলা খুব সহজে ৪ উইকেটে ২৫৯ রান করে জয়ের হাসি হাসলো। মধ্যাহ্ন ভোজের আগেই বাংলা জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে অনুষ্টুপ মজুমদার ৮৩ রানে আউট হন।
মনোজ তেওয়ারি ৬০ রানে অপরাজিত থাকেন। বাংলাকে নেতৃত্ব দেন মনোজ। বাংলা পরের ম্যাচে খেলবে ইডেন উদ্যানে হিমাচল প্রদেশের বিরুদ্ধে আগামী ২০শে ডিসেম্বর, ২০২২।