কাতার বিশ্বকাপের শেষ আটে চলে গেলো মরক্কো



HnExpress শিখা দেব, ওয়েবডেক্স নিউজ ঃ বিশ্বকাপ ফুটবলে এই প্রথম মরক্কো শেষ আটে খেলবার ছাড়পত্র পেয়ে গেলো। টাই ব্রেকারে মরক্কো হারিয়ে দিলো স্পেনকে। টাই ব্রেকারে মরক্কো তিনটে গোল করে। স্পেন মাত্র একটা গোল করে।


উত্তর ২৪ পরগণা জেলা খাদি মেলা ২০২২


আর মরক্কোর গোলরক্ষক নায়ক হয়ে যান তিনটে গোল সেভ করে। দুই দলই সমান তালে খেলতে থাকে। গোল সুযোগ পেয়েও ব্যর্থ হয়। নির্দিষ্ট সময়ে কোনও দলই গোল পায়নি। অতিরিক্ত সময়েও গোল আসেনি।



শেষে ভাগ্য নির্ধারণ করা হয় টাই ব্রেকারের উপর। তবে মঙ্গলবার এই খেলায় মরক্কো ও স্পেনের ফুটবলাররা তারিফ করার মতন ফুটবল খেলেছেন। বলাই বাহুল্য, ২২ -এ কাতার বিশ্বকাপ ফুটবলে নানা অঘটন ঘটেই চলেছে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: