January 23, 2025

ডার্বি ম্যাচে বাজিমাত ইস্টবেঙ্গলের, হতাশায় ডুবলো মোহনবাগান

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ অঝোর ধারায় চলছে তুমুল বৃষ্টি, আর তার মধ্যেই জয়ের উল্লাসে মেতে উঠলেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। এদিন লাল হলুদ ব্রিগেড ১-০ গোলে ডার্বি ম্যাচে হারিয়ে দিল মোহনবাগান দলকে। শনিবার যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের সম্মুখ সমরে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস দল।

বলাই বাহুল্য, প্রথম থেকেই শক্তির নিরিখে অনেকটাই এগিয়ে ছিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু তাদের দর্প এবং অহংকারকে চূর্ণবিচুর্ণ করে দিল লাল হলুদ ব্রিগেড। যারা ইস্টবেঙ্গলকে আগাগোড়া আন্ডারডগ ভেবে ছিল তাদের যোগ্য জবাব দিয়ে বলতে পেরেছে, “অতি আত্মবিশ্বাস সর্বনাশ ডেকে আনে।”

আর হলোও তাই। কেউই ভাবতেই পারেননি ইস্টবেঙ্গল জয়ের হাসি হেসে মাঠ ছাড়বে। বিশ্বকাপার জেসন কামিনসকে নামিয়েও খেলার চেহারা বদল করতে পারেননি কোচ জুয়ান ফেরাণ্ড। খেলার ৬১ মিনিটে দারুন গোল করেন নন্দ কুমার।

নন্দ কুমারের গোলেই ইস্টবেঙ্গল ক্লাবের জয়। তারপরে চেষ্টা করেও মোহনবাগান খেলায় সমতা ফিরিয়ে আনতে পারেনি আর। খেলার শেষে উৎসবে মেতে ওঠেন লাল হলুদ সমর্থকরা।

Advertisements

Leave a Reply