বড় ম্যাচ নিয়ে উত্তাল ময়দান, এফসিআই’কে উড়িয়ে দিলো সবুজ মেরুন ব্রিগেড
HnExpress শিখা দেব, কলকাতা ঃ আগামী শনিবার ডুরান্ড কাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস আর ইস্টবেঙ্গল। এই ম্যাচকে ঘিরে উত্তাল হয়ে উঠল ময়দান। ভোরের আলো ফুটতে না ফুটতেই টিকিট কিনতে দুই প্রধানের কাউন্টারে লম্বা লাইন চোখে পড়ল। যে দৃশ্য প্রায় সত্তর আশির দশকে দেখা যেতো। যা দীর্ঘ কয়েক বছর দেখা যায়নি সেভাবে।
দেখা গেলো ঘোড় পুলিশ। এদিকে বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের খেলায় মোহনবাগান বড় জয় পেলো এফ সি আই এর বিরুদ্ধে। সবুজ মেরুন ব্রিগেড ৫-০ গোলে জয় তুলে নিয়ে ডার্বি ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল। খেলার বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান। দ্বিতীয় পর্বে তিনটি গোল আসে।
দাপটের সঙ্গে সারাক্ষণ খেলে যায় মোহনবাগান। গোল করেছেন রাজ বাসফর, মুরগড, নাওরেম, দিপেন্দু বিশ্বাস ও টাইসন। এদিকে রেনবো ক্লাবের টিডি ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার দেবজিত ঘোষকে এক বছরের জন্যে সাসপেন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে রেফারি ও ম্যাচ কমিশনারের প্রতি অভাব্য আচরণের জন্য।
জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছর সাসপেন্ড বর্ধিত করা হবে। আই এফ এ’র এই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয় তা বলাই বাহুল্য। এদিন সভায় উপস্থিত ছিলেন সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল গিরি ও নজরুল ইসলাম।