সবুজ মেরুনের জয়, মিনি ডার্বিতে—
HnExpress শিখা দেব, কলকাতা ঃ নবনিযুক্ত মন্ত্রী পার্থ ভৌমিকের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত মিনি ডার্বি ম্যাচে জয় ছিনিয়ে নিলো মেরুন-সবুজ। উজ্জ্বল উপস্থিতিতে শনিবার নৈহাটি স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয় এ.টি.কে মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ক্লাব। মাঠে উপস্থিত ছিলেন প্রচুর উৎসাহী দর্শকবৃন্দ।
এদিনের টান টান উত্তেজনায় মিনি ডার্বি ম্যাচে দর্শকের উৎসাহ ও উদ্দীপনা ছিল দেখার মতো। মরশুমের প্রথম ডার্বি ম্যাচে সবুজ মেরুন শিবির ২-১ গোলে জয়লাভ করে। তবে বিরতির ঠিক আগে আগেই সাদা কালো শিবির অভিষেক হালদারের গোলে এক লাফে এগিয়ে যায়।
আর সেই গোলটি আসে পেনাল্টি থেকে। দ্বিতীয় পর্বে মোহনবাগান নতুন ছকে আক্রমণ শানিয়ে গোল পেয়ে যায়। কিন্তু জনি কাউকো খেলায় সমতা ফিরিয়ে আনেন আরেকটি পেনাল্টি গোলে।
আবার যেন সেই জয় সূচক গোলটি করে ট্রফি ছিনিয়ে আনল মোহনবাগানের সেই জনি কাউকো। এদিন সবুজ মেরুন দলের ২০ জন ফুটবলার ও মহামেডান দলের ১৮ জন খেলোয়াড় মাঠে নেমে ছিলেন।