মমতার ক্যাবিনেটে নয়া সৈনিক, নতুন মন্ত্রীসভায় ৮ নয়া মুখ
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ মমতার ক্যাবিনেটে নয়া সৈনিক। ৮টি নতুন মুখ রাজ্য মন্ত্রী সভায় যুক্ত হলো। বুধবার বিকেলে রাজভবনে শপথ গ্রহণের জন্য নয়া সৈনিকরা হাজির হলেন। এদিন বিকেল ৪টে থেকে অস্থায়ী রাজ্যপাল লা গণেশন নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ পাঠ অনুষ্ঠান শুরু করেন।
বুধবার রাজভবনে শপথ নিতে হাজির ছিলেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, সত্যজিত্ বর্মন, তাজমুল হোসেন, বীরবাহা হাঁসদা, বিপ্লব রায়চৌধুরী ও প্রদীপ মজুমদার।
এই তালিকায় পূর্ণমন্ত্রী হিসেবে রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার এবং উদয়ন গুহ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব পেলেন সত্যজিত্ বর্মন এবং তাজমুল হোসেন।
এদিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুরী। রাজ্য মন্ত্রিসভায় যুক্ত হলো নতুন ৮টি মুখ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করালেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন।