ইস্টবেঙ্গলের ১০৪তম প্রতিষ্ঠা দিবসে মঞ্চ জুড়ে চাঁদের হাট

0

HnExpress শিখা দেব, কলকাতা ঃ ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবসে মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে বসলো চাঁদের হাট। কে নেই এই চাঁদের হাটে। মন্ত্রী থেকে বিধায়ক, মহানাগরিক থেকে সমর্থক, ফুটবলার থেকে কোচ, কর্মকর্তা থেকে শিল্পী, এ যেন এক মিলন মেলা। এসেছিলেন বাংলাদেশের ফুটবলার প্রয়াত মুন্নার স্ত্রী ও ছেলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার আসলাম ও ঘাউস, মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য্য, ফিরহাদ হাকিম, সুজিত বসু, পার্থ ভৌমিক, শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব, ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, আই এফ এ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত, বি ও এ সভাপতি স্বপন ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

এদিন মঞ্চে শিল্পপতি রতন টাটাকে ভারত গৌরব সম্মাননা প্রদান করা হয়। যদিও অসুস্থতার কারণে হাজির হতে পারেননি তিনি। জীবন কৃতি সম্মান জ্ঞাপন করা হয় প্রাক্তন খেলোয়াড় তরুণ বসু ও অরূপ ভট্টাচার্য্যকে। মরণোত্তর সম্মান পান প্রয়াত ফুটবলার মুন্না।

তাঁর হয়ে পুরস্কার তুলে নেন তাঁর স্ত্রী ও ছেলে। ভাষ্যকার প্রদীপ রায় আর সাংবাদিক অরুণ সেনগুপ্তকেও এদিন সম্মানিত করা হয়। বর্ষসেরা ফুটবলার ক্লেইটন সিলভা ও উদীয়মান ফুটবলার হলেন নাওরেম। এছাড়াও অন্যান্য পুরস্কারে সম্মানিত হন বহু বিশিষ্টজন। ইস্টবেঙ্গলের অন্যতম কর্মকর্তা দেবব্রত সরকার সহ অন্যান্যরা পুরো অনুষ্ঠানটির তদারকি করেন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply