আগের থেকে ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তনকে দেখে এলেন বর্তমান মুখ্যমন্ত্রী

0

 

আস্তে আস্তে সব সঙ্কটজনক অবস্থা কাটিয়ে উঠছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার তাঁকে হাসপাতালে দেখতে গেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাঁকে দেখে হাত নেড়েছেন প্রাক্তন।

 

 

 

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আগের থেকে অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (B??????? B???????????)। গত দু’দিন ধরে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যমে মানুষে লড়াই করেছেন তিনি। সোমবার তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে।

তাঁকে ডাকলে তিনি সাড়া দিচ্ছেন এবং মাথাও নাড়ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সুত্রের খবর, সোমবার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (M????? B???????) প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনিও জানান, তাঁকে দেখে বুদ্ধদেব হাত নেড়ে সাড়া দিয়েছেন।

 

 

 

হাসপাতাল সুত্রের খবর, সোমবার ৩১শে জুলাই সকালে বুদ্ধদেবের সিটি স্ক্যান করানো হয়েছিল। এদিন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধদেবের (B???????? B???????????) শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। মেডিক্যাল বোর্ডের এক সদস্য চিকিৎসক জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে সিআরপির পরিমাণ আগের থেকে কমেছে।

অর্থাৎ, রক্তে সংক্রমণের মাত্রা আগের তুলনায় কম। যদিও তা এখনও স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। আগে তাঁর সিআরপি (CRP) ছিল তিনশো, সেটা এখন কমে দেড়শোর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। যা চিকিৎসকদের মতে রোগীর জন্য কিছুটা হলেও স্বস্তির বিষয়।

 

 

 

এরই পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্য এর (B??????? B???????????) শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও উল্লেখযোগ্য ভাবে কমেছে। ফলে অ্যান্টিবায়োটিকের মাত্রা আগের চেয়ে বৃদ্ধি করতে পেরেছেন চিকিৎসকেরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী আস্তে আস্তে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। এর পরেই তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেওয়া মেডিকেল বোর্ড।

তবে বুদ্ধদেবের (B?????? B???????????) স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা এখনও পুরোপুরি চিন্তামুক্ত নয়। এখনও তাঁর সঙ্কটময় পরিস্থিতি পুরোপুরি কাটেনি বলেই মনে করছেন চিকিৎসকমন্ডলী। সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে বুদ্ধদেবের শারীরিক পরিস্থিতি তেমন সাংঘাতিক কিছু নয়। তবে সঙ্কট যে পুরোপুরি কেটে গিয়েছে, সেটাও বলা যাচ্ছে না।

 

 

 

এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যকে (B???????? B???????????) হাসপাতালে দেখতে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন, ‘‘আমি দেখলাম তাঁর জ্ঞান আছে, হাতও নাড়লেন আমায়। আগের থেকে এখন ভালই আছেন তিনি। ভেন্টিলেশন খুলে নেওয়া হয়েছে। বাইপ্যাপ সাপোর্ট চলছে।

আমার দেখে মনে হয়েছে, উনি ভালই আছেন। বাকিটা হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানাবেন।’’ পরে বুদ্ধদেবের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকেরা সরকারি ভাবে ইনভেসিভ ভেন্টিলেশন খুলে নেওয়ার কথা জানান। গত দু’দিন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former C???? M???????) অনেকটা ভাল আছেন বলেও জানান তাঁরা।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply