January 14, 2025

দক্ষিণবঙ্গ জুড়ে গভীর নিম্নচাপে শুরু অঝোরে বর্ষণ, বজ্রাঘাতে মৃত ৫

0
Advertisements

HnExpress ওয়েদার রিপোর্ট, পশ্চিমবঙ্গ : বাংলায় ঋতু অনুযায়ী আষাড়-শ্রাবণ মাস হলো বর্ষাকাল (R𝚊𝚒𝚗𝚢 S𝚎𝚊𝚜𝚘𝚗)। আর সেই আষাড় পেরিয়ে শ্রাবণের প্রায় মাঝামাঝি সময় চলে এলেও বৃষ্টির জন্য তীব্র হাহাকার ও গরমে নাজেহাল অবস্থা দক্ষিনবঙ্গের মানুষের। এই পরিস্থিতিতে অতি গভীর নিম্নচাপের অঝোর বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পেলো বঙ্গবাসী।

এই অতি‌ বৃষ্টির ফলে কিছুটা হলেও মুখে হাসি ফুটছে বাংলার চাষী (𝚏𝚊𝚛𝚖𝚎𝚛) ভাইদের।‌ এর কারন, বৃষ্টির জলের অভাবে শুকিয়ে যাচ্ছিল পাট ও ধানের জমি। তবে গত চব্বিশ ঘণ্টার অতি বৃষ্টিতে আমন ধানের জমিতে জমতে শুরু করেছে জল। কিন্তু এরই পাশাপাশি তীব্র বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৫ জন।

জানা গিয়েছে যে, হলদিয়ার ভবানীপুর থানার দেভোগ অঞ্চলের বড়বাড়ি গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দু’জনের। তাঁদের নাম পিন্টু বেরা (৫০) এবং সমরেশ বেরা (৪৫)। অন্যদিকে, সুতাহাটা থানার কসবেড়িয়া গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে মামণি মালি (৪০) এবং রাধারানি ভৌমিক (৫৪) নামে দুই মহিলার। এদিকে রানাঘাটে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে অপর্ণা বিশ্বাস (৩২) নামে আরও এক মহিলার।   

হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী জানা গেছে যে, অতি গভীর নিম্নচাপের জেরে বুধবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি জারি থাকবে আগামী দুদিন।  

Advertisements

Leave a Reply