বলে কিক মেরে “ডুরান্ড কাপ ফুটবল” এর সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী
HnExpress শিখা দেব, কলকাতায় ঃ রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যুবভারতী ক্রীড়াঙ্গনে বলে কিক মেরে ডুরান্ড কাপ ফুটবলের (Durando Cup Football) সূচনা করলেন বৃহস্পতিবার। প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস মুখোমুখি হয় বাংলাদেশ সেনা দলের সঙ্গে।
এদিন দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হোন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবুজ মেরুন ব্রিগেড ৫-০ গোলে বাংলাদেশ সেনা দলকে হারিয়ে দেয়। বিরতির সময় খেলার মাঠে মোহনবাগান ৩-০ গোলে এগিয়ে ছিল।
এদিকে কলকাতা (Kolkata) ফুটবল লিগে ইস্টবেঙ্গল আবার ধাক্কা খেলো ভবানীপুরের কাছে। খেলাটি ১-১ গোলে শেষ হয়। ভবানীপুর বেশ ভালোই খেলে। সুভাষ সিংয়ের গোলে বিরতির আগে এগিয়ে যায় ভাবানিপুর। কিন্তু তারপরও ধরে রাখতে পারেনি তাঁরা।
ইস্টবেঙ্গল দ্বিতীয় পর্বে অনেক বেশি আক্রমণ গড়ে তুলে গোল পেয়ে যায়। দীপ সাহার গোলে সমতা ফিরে আসে খেলায়। অন্য খেলায় এরিয়ান, জর্জ টেলিগ্রাফ দলের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয়ী বলে ঘোষিত হয়।