মহাজাগতিক দৃশ্য, রমজানের প্রথম সন্ধ্যায় চাঁদ ও শুক্রের মিলনের সাক্ষী গোটা দক্ষিণবঙ্গ

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ রমজানের প্রথম সন্ধ্যায় চাঁদ ও শুক্রের মহামিলনের সাক্ষী হয়ে রইল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের মানুষ। এ এক মহাজাগতিক দৃশ্য, ২৪ শে মার্চ শুক্রবার পশ্চিম আকাশের দিকে তাকাতেই এমন অভূতপূর্ব ও সুন্দর দৃশ্য দেখা গেল। এমন এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল মানবজাতি।

এদিন সন্ধ্যায় চাঁদের ঠিক নীচেই জ্বলজ্বল করতে দেখা গেলো শুক্র গ্রহকে। সূর্য ডুবতেই সেই দৃশ্যের সাক্ষী হল অনেকেই। পশ্চিম আকাশে উঠেছে সরু এক ফালি চাঁদ। আর তার গায়ে এক আলোর বিন্দু। এমন দৃশ্য কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না কেউই। সন্ধ্যা প্রায় ৬ টা পর্যন্ত সেই আলোর বিন্দু একেবারে চাঁদের কাছেই অবস্থান করছিল।

নিজস্ব চিত্র।

পরে দেখা যায়, আস্তে আস্তে সেই বিন্দু চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে। কলকাতা সহ রাজ্যের প্রায় সব জায়গা থেকেই সেই দৃশ্য দেখা গিয়েছে। এই দৃশ্য দেখতে সকলেই বেরিয়ে পড়েছেন রাস্তায়, আবার কেউ কেউ উঠে পড়েছেন বাড়ি বা অফিসের ছাদে। আজ খালি চোখেই দেখা গেল এই মহাজাগতিক মহামিলন।



যা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে৷ আর শোরগোল পড়াটাই স্বাভাবিক, কারণ সৌরমণ্ডলের জাঁদরেল গ্রহ শুক্র ও পৃথিবীর উপগ্রহকে কক্ষপথের এক লাইনে দেখতে পাওয়াটা চাট্টিখানি কথা নয়। এদের কক্ষপথ কিন্তু আলাদা, কক্ষপথের গতি, সূর্য থেকে দূরত্ব সবটাই আলাদা।

প্রতীকী ছবি।

তাই সূর্যকে প্রদক্ষিণ করতে করতে ঠিক কোন সময়টাতে এরা একই সঙ্গে কাছাকাছি ধরা দেবে সেটা বলা সম্ভব নয়। কখনও এই সংযোগ হতে ৪০০ বছর পেরিয়ে যায়, তো কখনও আরও বেশি। যখন সেই সংযোগ ঘটে সেই সময়টাকেই বিরলতম মুহূর্ত হিসেবে ধরেন সৌরবিজ্ঞানীরা। আর আজ সেই বিরলতম দিন, যার সাক্ষী রইল গোটা দক্ষিণবঙ্গের মানুষ।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply