ভয়াবহ বিস্ফোরণের আহত কাবুলের বহু সংখ্যক মানুষ, মৃত একাধিক
HnExpress ওয়েবডেক্স নিউজ, কাবুলঃ হঠাৎই এক ভয়াবহ বিস্ফোরণে আহত হলেন কাবুলের বহু সংখ্যক মানুষ। বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুলে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এদিন কাবুলের গুরুদ্বারে পার্থনা চলাকালীনই বিধ্বংসী বিস্ফোরণটি ঘটেছে বলে সুত্রের খবর।
পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণে অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটেছে, আহত বহু সংখ্যক। কিন্তু এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে তালিবান ইনটেলিজেন্স অফিশিয়াল রয়টার্সকে জানিয়েছে, এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
২০২১ সালে আফগানিস্তান দখল করে তালিবানরা পুনরায় ক্ষমতায় এসে একাধিক সন্ত্রাসবাদী হামলা ঘটাতে থাকে। আগস্টের শুরুতেও কাবুলের বসতি অঞ্চলেও জঙ্গি হামলা ঘটায় তারা। সেখানে মসজিদে নমাজ পড়াকালিনই ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন একাধিক মানুষ। সন্ত্রাসবাদী সংগঠনটি ওই হামলার ঘটনার দায়ও স্বীকার করে নেয়।