November 12, 2024

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দূর্ঘটনার কবলে হাওড়া-করমন্ডল এক্সপ্রেস

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, ওড়িশা : বীভৎস সংঘর্ষের সম্মুখীন মালগাড়ি ও করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ঘটলো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বালেশ্বরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। বহু সংখ্যক প্রাণহানির আশঙ্কা রয়েছে। হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাই যাওয়ার পথে বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস।



এখন অব্দি পাওয়া খবরে, আহতের সংখ্যা বেশ কয়েকজন, বহু সংখ্যক এর অবস্থা আশঙ্কাজনক। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে মালগাড়ির সাথে মুখোমুখি সংঘাতে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। রেলের ৩টি কামরা বাদে করমণ্ডল এক্সপ্রেসের সমস্ত বগিই লাইনচ্যুত। খড়গপুর ইস্টার্ন রেলওয়ের থেকে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিল উদ্ধারকারীদের ২টি দল।

তবে শুধুমাত্র মাত্র করমণ্ডল এক্সপ্রেস নয়, সেখানে একই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া বেঙ্গালুরু যশবন্তপুর এক্সপ্রেসও। প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িশার বালেশ্বরের বাহানাগা ষ্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পরার পরেই উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও। কারণ বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে আসেন চিকিৎসা করাতে।

Advertisements

Leave a Reply