January 21, 2025

বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমলেও, গার্হস্থ্য গ্যাসের দাম সেই তিমিরেই

0
Advertisements


HnExpress ১লা জুন, নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মাসের প্রথমেই ভোক্তা পর্যায়ে বাণিজ্যিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমানো হলো আবারও। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল ১ হাজার ২৩৫ টাকা। কিন্তু গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেলো। প্রতি ১৪ কেজি ১১২৯ টাকাই থাকচ্ছে গার্হস্থ্য গ্যাসের মূল্য।

বৃহস্পতিবার ১লা জুলাই, দুপুরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দর ঘোষণা করেছে। গত ২রা মে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।



তখন বলা হয়েছিল যে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২.৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৯ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। অটো গ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়।

Advertisements

Leave a Reply