এক ধাক্কায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম অনেকটাই কমল
HnExpress জয় গুহ ঃ “অবশেষে সুখবর এলো ভেসে মধ্যবিত্তের ঘরে।” হ্যাঁ একদম ঠিকই শুনেছেন, এক ধাক্কায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের বাজারদর কমে এবারে সিলিন্ডার পিছু ১০০ টাকা ৫০ পয়সা করে হয়ে গিয়েছে। তবে কলকাতায় অবশ্য সেটা ১০১ টাকা দাম কমে ভর্তুকিহীন সিলিন্ডার পিছু গ্যাসের বাজারদর হবে ৬৬২ টাকা ৫০ পয়সা। গতকাল অর্থাৎ সোমবার থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা যায়। রবিবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল
কর্পোরেশন জানিয়েছে, দিল্লিতে এর ফলে ভর্তুকিহীন সিলিন্ডার পিছু গ্যাসের দাম ৭৩৭ টাকা ৫০ পয়সা থেকে কমে ৬৩৭ টাকা হয়েছে।
অন্যদিকে কলকাতায় ভর্তুকি যুক্ত গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ২ টাকা করে বেড়ে ৪৮৯ টাকা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কিছুটা কমেছে। ক’দিন আগেও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে দম বন্ধ হওয়ার যোগাড় হয়েছিল সাধারণ মানুষের।
যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
সামনেই আসছে পুজোর বাজার, আর সেখানে যেমন দাবদাহের হাত থেকে বর্ষা দিল স্বস্তি, অন্যদিকে গ্যাসের দাম কিছুটা কমে যাওয়ায় স্বস্তি পেল সাধারণ মানুষ। এখন গ্রাহকদের এই দুই অবস্থার সুবিধা দিতেই রান্নার গ্যাসের দাম তুলনামূলক কমানো হয়েছে বলে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে জানানো হয়েছে।
যেখানে একমাস আগেই রান্নার গ্যাসের দাম ৩.৬৫ শতাংশ বেড়ে গিয়েছিল। সেখানে একেবারে একধাক্কায় সিলিন্ডার পিছু ২৫ টাকা গ্যাসের দাম বাড়ায় সমালোচনা শুরু হয়েছিল। আবার এখন সেই দাম একধাক্কায় ১০১ টাকায় (কলকাতা) নেমে আসায় যারপরনাই খুশির হাওয়া বইছে আর সাথে ফুরফুরে মেজাজ এখন মধ্যবিত্তের ঘরে ঘরে।