December 11, 2024

রান্নার গ্যাসে আর ভর্তুকি মিলবেনা

0
Img 20190903 Wa0013.jpg
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা ঃ ভর্তুকি প্রায় উঠেই গেল এবার গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারে। গত মাসেই কেন্দ্রীয় সরকার যারা ভর্তুকিতে গ্যাস পান, সেই সব গ্রাহকের ক্ষেত্রে ভর্তুকির টাকা কমিয়ে দিয়েছিল কোনও আগাম ঘােষণা ছাড়াই। শুধুমাত্র উজ্জ্বলা যােজনায় যাঁরা গ্যাস পান, তাঁদের ক্ষেত্রে ভর্তুকির অর্থ একই ছিল। এবার থেকে যে সব গ্রাহক রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন আর কোনও ভর্তুকি পাবেন না।

যে সব এলপিজি গ্রাহক সিলিন্ডারে ভর্তুকি পান, তাঁদের বাজার দরে গ্যাস কিনতে হয়। পরে ভর্তুকির টাকা তাঁদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। পয়লা সেপ্টেম্বর থেকে ভর্তুকিহীন গাৰ্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ৬১৬.৫০ টাকা। গত মাসের চেয়ে ১৫.৫০ টাকা বেশি। তবে গ্যাসের দাম বাড়লেও যাঁরা যারা সিলিন্ডারে ভর্তুকি পেতেন, সিলিন্ডার নেওয়ার পর তাঁদের অ্যাকাউন্টে আর ভর্তুকি বাবদ কোনও অর্থ জমা পড়বে না।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৮২৪০৯০২৪৪৫

সুত্রের খবর অনুযায়ী, তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থার তরফে এবং ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে শনিবার রাতে জানানাে হয়েছে, কলকাতায় ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম রবিবার থেকে ৬১৬.৫০ টাকা হলেও যে সব সাধারণ গ্রাহক গ্যাসে ভর্তুকি পান, তাঁরা সেপ্টেম্বর থেকে আর কোনও ভর্তুকি পাবেন না। আর ১৯ কিলাে নন – ডমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম ৫১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১১৪ টাকা।

Advertisements

Leave a Reply