আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণে মৃত ২৫ জন

0


HnExpress ওয়েবডেক্স নিউজ, আফগানিস্তান ঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু সংখ্যক। বলখ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ নুরানি সংবাদ সংস্থা এএফপি’কে জানিয়েছেন, প্রাথমিকভাবে এখনও পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাজার-ই-শরিফের কেন্দ্রীয় হাসপাতালের প্রধান ডা. গাওসুদ্দিন আনোয়ারি বার্তা দিয়েছেন যে, বিস্ফোরণে অন্তত ১০ জন মুসল্লি নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। হতাহতদের অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর অন্যদিকে, জঙ্গি গোষ্ঠী আইএসকেপি এই হামলার দায় স্বীকার করেছে। সেই একই দিনে আফগানিস্তানের কুন্দুজ শহরেও বোমা বিস্ফোরণে ৪ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।



প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওবায়দুল্লাহ আবেদি বলেছেন, তালেবান সামরিক ইউনিটে কর্মরত মেকানিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এদিন বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে কেঁপেছে আফগান রাজধানী কাবুলও। সেখানে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে দুইটি শিশু গুরুতর আহত হয় বলে সুত্রের খবর।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক টুইটে বলেছেন, শহরের পশ্চিমাঞ্চলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়। দু’দিন আগে একই এলাকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করেও একাধিক বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল শিশু। এছাড়াও আহত হয় আরও ১৭ জন মানুষ।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply