স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তার পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, দিল্লি ঃ দেশের ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে ১৫ই আগস্ট সকাল সকাল দিল্লি থেকে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই পাশাপাশি নাম না করে বাংলার দুর্নীতি নিয়েও তীব্র আক্রমণ শানালেন তিনি। তাঁর জবাবে বাংলার হয়ে পাল্টা তোপ দাগালেন রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম।

এদিন তিনি বলেন, ‘রাজ্যে ভুয়ো মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। মামলা করছে সিপিএম, আর তা বলের মত লুফে নিচ্ছে বিজেপি। তিনি দৃঢ়তার সঙ্গে আরও বলেন, জীবনে কখনও অনৈতিক কাজ করিনি, আর করবও না। যদি কখনও এমনটা প্রমাণ হয় যে আমি কোনো রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তাহলে ইডি-সিবিআই নয়, আমি নিজেই নিজেকে মৃত্যুদণ্ড দেব।



আমাদের সবাইকে অহেতুক অপমান করা হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে।’ প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঘটে গিয়েছে দুটি বেশ বড়সর ধরনের ঘোটালাকান্ড। প্রথম, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তাঁর ঘনিষ্ঠ অপাকে গ্রেফতার।

আর তাঁরই ফ্ল্যাট থেকে বিপুল নগদ টাকা, সোনার গয়না, বাট উদ্ধার হওয়া। দ্বিতীয়ত, গরুপাচার মামলায় জড়িত বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল গ্রেফতার। দুজনকেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। তৃণমূল নেত্রীর উপর ভরসা রাখলেও নাম না করে,’ অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক’, বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখমন্ত্রী। 



যদিও পার্থ চট্টোপাধ্যায় কারো সাপোর্ট না পেলেও, অনুব্রতের গ্রেফতারের পর পরেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বরাবরই অনুব্রত নেত্রীর বিশেষ স্নেহধন্য। আর এবার পাল্টা জবাব দিলেন জনাব ফিরহাদ হাকিম। অপরদিকে স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী বলেন, ‘সুযোগ অনেক আছে। মর্যাদাও অনেক আছে। আর আছে অনেক মুশকিলও।

অনেক কিছুই আছে, তবুও চেষ্টা চলছে। অনেক কিছু নিয়েই বলার থাকে। তবে, আজ এই সময়ে দাঁড়িয়ে আমি দুটি বিষয় নিয়ে বলব, একটি হল দুর্নীতি আর অপরটি হলো ভাতিজাবাদ, পরিবারবাদ।এরপরেই তিনি বলেন, ভারতের মতো লোকতন্ত্রে, মানুষ দারিদ্রের সঙ্গে লড়াই করছে।

একদিকে কিছু মানুষ আছেন, যাদের কাছে বাসস্থানটুকু নেই। আবার অন্য দিকে এমন লোক আছেন, যাদের চুরি করা দ্রব্য রাখার জায়গা নেই।’ স্থিতি ঠিক নেই বলে জানিয়েছেন এদিন প্রধানমন্ত্রী। তাই এজন্য দু’র্নীতির বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে লড়তে হবে।’

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply