December 10, 2024

মন্ত্রী সভা থেকে পার্থকে অব্যাহতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
Image Editor Output Image 1187165122 1659011421877
Advertisements

মন্ত্রী পদ থেকে ছাঁটাই করা হলো পার্থকে, এখন থেকে ৩টি দফতরই নিজের হাতে সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।



HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের আগেই মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। কেড়ে নেওয়া হল তিনটি দফতরের কার্যকরী ক্ষমতাও। এখন থেকে এই দপ্তর গুলোর দেখভাল করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।



আজ বৃহস্পতিবার সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে পার্থকে মন্ত্রী সভা থেকে অব্যাহতি দেওয়ার সম্পর্কে জানানো হয়। কেন্দ্রীয় সংস্থা ইডির গ্রেপ্তারির ঠিক ছয় দিনের মাথায় মন্ত্রিত্ব পদ থেকে অপসারিত করা হলো তাঁকে। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।



সেই মামলারই তদন্ত চলাকালীন মন্ত্রিত্ব পদ থেকে অপসারণ করা হলো তাঁকে। তিনি শিল্প সহ আরও দুটি দফতর সামলাচ্ছিলেন। পাশাপাশি এখনও অব্দি পাওয়া সুত্রের খবর, আজ বিকেলে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পরে সিদ্ধান্ত হতে পারে তাঁর দলীয় মহাসচিব পদে থাকা নিয়েও।



Advertisements

Leave a Reply