মেঘনার জলে প্লাবিত হয়ে ঘরছাড়া ২৫টি গ্রামের মানুষ

0


HnExpress ওয়েদার রিপোর্ট, বাংলাদেশ ঃ পূর্ণিমার প্রভাবে বাংলাদেশের মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে নদী উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়ে ঘরছাড়া হল লক্ষাধিক মানুষ। জেলার রামগতি, কমলনগর ও রায়পুরের নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে প্রায় ৪ থেকে ৫ ফুট জলের স্তর বেড়েছে বলে সুত্রের খবর।



এতে ঘর-বাড়ি সহ হাট-বাজার জলের নিচে তলিয়ে গেছে। ফলে গৃহহীন হয়ে পড়েছেন লক্ষাধিকেরও বেশি সাধারণ মানুষ। ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ফসলের জমি, ভেসে গেছে অসংখ্য খামারের মাছ, গৃহপালিত পশু।



শুক্রবার সন্ধ্যায় পাওয়া খবরে জানা গেছে, রামগতির চরগজারিয়া, চররমিজ, বড়খেড়ি, চরআলগী, বালুর চর, কমলনগরের লুধুয়া, মতির হাট, ফলকন, নাসিরগঞ্জ, রায়পুরের চরকাচিয়া, কানিবগার চর, চরইন্দুরিয়া, চরজালিয়াসহ অন্তত ২৫টি গ্রামেই ৪-৫ ফুট করে জলের স্তর বেড়ে গেছে।



আউস ধান ও আমনের বীজ সহ মৌসুমি সবজির ক্ষেতও তলিয়ে গেছে সেই প্লাবনের জলে। এসব এলাকার অধিকাংশ হাট-বাজার ও বসতঘর-উঠানে থই-থই করছে নদীর জল।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply