PH Salon এর প্রথম আউটলেট ওপেন হলো বারাসাত সানসিটি মলে
HnExpress নিজস্ব প্রতিনিধি, বারাসাত : বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। আর সেই উৎসব আসতে বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আর তার আগে নিজেদেরকে কোনো কেমিকেল ছাড়া প্রাকৃতিক উপায় সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য পিএইচ সেলুন নিয়ে এলো, এক ছাদের তলায় চুল থেকে ত্বক পরিচর্যা এবং মেকআপের বিপুল সম্ভার।
রবিবার বারাসাতের সানসিটি মলে এই পিএইচ সেলুনের প্রথম আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠান বেশ জমিয়ে জাঁকজমকের সাথেই পালিত হয়। ফিতে কেটে সেলুনের শুভ দ্বার উদ্ঘাটন করেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জী এবং টেলি সম্মান প্রাপ্ত অভিনেতা সৌরভ ব্যানার্জী।
আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আগামী দিনে সমস্ত গ্রাহকদের জন্য থাকবে বিশেষ ও আকর্ষণীয় সব অফার। এটাই PH সেলুনের প্রথম আউটলেট এমনটাই জানালেন পিএইচ সেলুনের কর্ণধার শান্তা মুখার্জি। পেশায় বিউটিশিয়ান শান্তা মুখার্জি জানান, ১১ বছর ধরে তিনি ত্বক, চুল ও রূপসজ্জার উপর নানা পরীক্ষামূলক কাজ করে চলেছেন। কিন্তু নিজের একটা সেলুন করার স্বপ্ন আজ পূরণ হওয়ায় তিনি ভীষণ খুশি।