রাষ্ট্রপতি ভবনের উদ্যানের নতুন নামকরণ করলেন মোদি সরকার, “অমৃত উদ্যান” —

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, দিল্লি ঃ মোদী সরকারের আমলে একের পর এক জায়গায় নাম বদল হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে শুরু করে রাজধানীর রাজপথ পর্যন্ত। এবার ফের ঐতিহাসিক এক নাম বদল করল মোদী প্রশাসন। রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নতুন নামকরণ করল মোদী সরকার। সরকারের ইচ্ছে অনুসারে মুঘল গার্ডেনের নতুন নামকরণ হল “অমৃত উদ্যান”।

৩১শে জানুয়ারি থেকে মুঘল গার্ডেনের নতুন নাম ‘অমৃত উদ্যান’ খুলে যাবে। স্বাধীনতার অমৃত মহোৎসব চলছে। সেই সূত্রেই এমন নামকরণ। তবে বিরোধীরা বলছেন, কেন্দ্রের এইসব উদ্ভট উদ্যোগ নাম বদলের রাজনীতি ছাড়া আর কিছু নয়। রাষ্ট্রপতি ভবনের ইস্ট লন, সেন্ট্রাল লন, লাং গার্ডেন ও সার্কুলার গার্ডেনে বিভক্ত।



এইসবকটি ভাগ নিয়েই তৈরি হয়েছে রাষ্ট্রপতি ভবনের উদ্যান। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও রামনাথ কোবিন্দের আমলে আরও কয়েকটি উদ্যান তৈরি করা হয়। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভবনের সবকটি উদ্যানের একটাই নামকরণ করলেন রাষ্ট্রপতি। মোট ১৫ একর জায়গা জুড়ে তৈরি হওয়া এই উদ্যানকে রাষ্ট্রপতি ভবনের প্রাণ বলে মনে করা হয়।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply