January 21, 2025

শেষ চারে পৌঁছে গেলো ভারত

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ শেষ চারে খেলবার ছাড়পত্র পেয়ে গেলো ভারত। টি ২০ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার সুপার ১২’র শেষ খেলায় জিম্বাবোয় দলকে ৭১ রানে হারিয়ে স্বগৌরবে সেমি ফাইনালে পৌঁছে গেলো ভারত। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান করে। রবিবার কে এল রাহুল ও সূর্য শেখর যাদব দারুন ব্যাটিং করেন।



কোহলিও ভালোই সঙ্গ দেন। রাহুলের ব্যাট থেকে ৫১ আর সুর্যের ব্যাটে উঠে আসে ৬১ রান। ভারতের রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা শক্ত হাতে ব্যাটিং করতে সাহস পাননি। তাদের ইনিংস শেষ হয় ১১৫ রানে। এদিন মাঠে ভারতের বোলারদের দাপট ছিলো বেশ দেখার মত।



শেষ চারে ভারতের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড। গতবার ভারতকে গ্রুপ পর্ব শেষে বিদায় নিতে হয়েছিল। আগামী বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ডের খেলা। এখন দেখার ভারতের পার্ফমেন্স ভারতীয় ক্রিকেটে নতুন পালক যুক্ত করতে পারে কিনা!

Advertisements

Leave a Reply