ভেটারেন্স ক্লাবের নতুন সভাপতি হলেন শ্যাম থাপা
HnExpress শিখা দেব, কলকাতা ঃ ভেটারেন্স ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। সচিব হয়েছেন প্রাক্তন ফুটবলার সুমিত মুখার্জি, আর কোষাধ্যক্ষ সমীরণ চক্রবর্তী।
এদিন সভাপতি শ্যাম থাপা বলেন, বাংলার ফুটবলের কথা আমাদেরকেই ভাবতে হবে। আমরা যখন ফুটবল খেলেছি তখন ভারতীয় দলে বাংলা থেকে কতজন ফুটবলার জায়গা পেতেন। আর আজ? ছোটদের কথা ভাবতে হবে, যেটা নিয়ে সেভাবে কেউ ভাবে না।
ক্লাবের ঐতিহ্যকেও ধরে রাখতে হবে। ক্লাবের বিজয়া সম্মেলন মঞ্চ থেকে এদিন জাতীয় গেমসে ফুটবলে খেতাব জয়ী বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে সম্মানিত করা হয়। এদিকে দুবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের প্রাক্তন ফুটবলার কাফু মহামেডান স্পোর্টিং মাঠে খেললেন গোল দিয়ে।
কাফুর সঙ্গে খেলেন লিয়েন্ডার পেজ, মনোজ তেওয়ারি ও রহিম নবিরা। তারপরে কাফু যান সিএবি’তে। সেখানে তিনি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ও প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বলেন। ক্রিকেট খেলা দেখেন। কলকাতার প্রেমে পড়ে গেছেন বলে জানালেন তিনি।