বিরল প্রজাতির শ্বেতবর্ণ হরিণ অ্যালবিনোর দেখা মিললো ভারতের অভয়ারণ্যে
HnExpress, ওয়েবডেক্স নিউজ : বিরল প্রজাতির সাদা হরিণের দেখা মিলেছে ভারতে উত্তরপ্রদেশের কাতারনীয়াঘাট অভয়ারণ্যে৷ বিরল এই প্রাণীর ছবি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন ভারতীয় বন দফতরের আধিকারিক আকাশদীপ বধওয়ান৷
বন দফতরের আধিকারিক আকাশদীপ, এক ট্যুইটে জানিয়েছে ‘‘নিজের পরিচয় অক্ষুণ্ণ রেখেছে কাতারনীয়াঘাট৷ যেখানে বিরল ঘটনাটি সাধারণ ও সহজ৷ একটি অ্যালবিনো হরিণকে দেখা গিয়েছে গাছগাছালির মধ্যে৷ ছবিটিতে দেখা যাচ্ছে জঙ্গলে লম্বা ঘাসের আড়ালে দাঁড়িয়ে আছে শ্বেতবর্ণ হরিণটি৷
তার সঙ্গে ছিল আরও একটি প্রাপ্তবয়স্ক হরিণী। ট্যুইটারে শেয়ার করার কিছুদিনের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে৷ অধিকাংশ নেটিজেন সাধুবাদ জানালেও আবার অনেকেই প্রাণীটির নিরাপত্তা নিয়ে সংশয় এবং উদ্বেগও প্রকাশ করেছেন৷