সাত দফায় হবে লোকসভা ভোট, নির্ঘন্ট ঘোষণা করলো নির্বাচন কমিশন
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ বেজে গেছে ভোটের (Vote) দামামা। শনিবার ১৬ই মার্চ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar) ২০২৪ এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) নির্ঘণ্ট ঘোষণা করলেন। মোট সাত দফায় গোটা দেশ জুড়ে ১৮তম লোকসভা নির্বাচন শুরু হবে। এই সাত দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গেও (WB)।
কোন দফায় কোথায় কোন লোকসভা কেন্দ্রে ভোট হবে দেখে নিন এক নজরে— প্রথম দফা শুরু হবে ১৯শে এপ্রিল (19th April) : কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি।
দ্বিতীয় দফা ২৬শে এপ্রিল (26th April) : রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং।
তৃতীয় দফা হবে ৭ই মে (7th May) : উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর।
চতুর্থ দফা ১৩ই মে (13th May) : বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল।
পঞ্চম দফা ২০শে মে (20th May) : শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া উলুবেরিয়া, আরামবাগ।
ষষ্ঠ দফা ২৫শে মে (25th May) : পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝারগ্রাম, বিষ্ণুপুর।
সপ্তম দফা ১লা জুন (1st June) : উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, দমদম, ডায়মন্ডহারবার।
পাশাপাশি রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন (By-election)। শনিবার সেই উপনির্বাচনেরও তারিখ ঘোষণা করল কমিশন (Commission)। পশ্চিমবঙ্গের মালদহের ভগবানগোলায় ৭ই মে (7th May) এবং উত্তর ২৪ পরগনার বরাহনগরে ১লা জুন (1st June) উপনির্বাচন হবে।